প্রশাসনের নাকের ডগায় রায়দিঘি তে নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস

নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীর মথুরাপুর ২নং নম্বর ব্লকের বেশ কিছু অংশ নদী জঙ্গলে ঘেরা। মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্র পুর পঞ্চায়েতের এলাকায় দীর্ঘদিন ধরে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযান চলছে। নদী জঙ্গলে ঘেরা এই ব্লকের পূর্ব পাড়ে বিশাল এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। অদূরে ভুবেনেশ্বরী জঙ্গল রয়েছে। 

    গ্রামগুলির শেষে ঠাকুরান নদী, দিনের বেলায় চোরাকারবারীরা নদী পেরিয়ে চলে যায় জঙ্গলে গাছ কাটতে,গাছ কাটা হয়ে গেলে ফেলে রাখে আসে তারা, কাটা গাছ আনতে তারা সন্ধ্যাবেলায় আবার যায় তারা জঙ্গলে। ওই কাঠ চলে যায় রায়দিঘি কুলতলী, পাথরপ্রতিমা বিভিন্ন বাজারের হোটেলে, সেখানেই রান্নার কাজে লাগে এগুলি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ম্যানগ্রোভ দীর্ঘদিন ১০-১৫ বছর ধরে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, সমস্ত বিষয় বনদপ্তর কে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ কিন্তু পঞ্চায়েতের প্রধান আরজিনা গাজী জানিয়েছেন জঙ্গল বাঁচাতে তারা দীর্ঘদিন মাইকে প্রচার চালাচ্ছেন তা সত্ত্বেও ম্যানগ্রোভ কাটা আটকানো যাচ্ছে না। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এলাকা থেকে অভিযোগ পাওয়ার পরে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবুও চোরাচালান আটকানো যাচ্ছে না।