|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: কেন্দ্রের ভ্রান্ত কৃষি নিতীর প্রতিবাদে বুধবার রায়দিঘীতে তৃণমূল কংগ্রেসের জনসভা হল। এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর ১ এবং ২ নং ব্লকের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। প্রায় ২০ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এই সভায় উপস্থিত হয়েছিলেন বলে খবর। কেন্দ্রের ভ্রান্ত কৃষি নিতীর প্রতিবাদেই রায়দিঘীতে এই জনসভা ছিল খবর। এছাড়াও এই সভায় ৫৫০০ জন বিজেপি এবং সিপিআইএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর। কেন্দ্রের ভ্রান্ত কৃষি নিতীর প্রতিবাদে রায়দিঘীতে তৃণমূল কংগ্রেসের জনসভা মূলত ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হিসাবে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।