রক্তদান শিবির ও বাইক র‍্যালির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ বিষয়ক সচেতনতার প্রচার

নতুন গতি প্রতিবেদক : গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, বারুইপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় Equality নামক সংগঠনের উদ্যোগে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ‘থ্যালাসেমিয়া মুক্ত দেশ গঠন’ এবং সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষদের স্বেচ্ছায় রক্তদান করার আবেদন জানিয়ে ও সচেতনতা বৃদ্ধিতে এক বাইক র‍্যালিরও আয়োজন করা হয় সম্পূর্ন মহিলা রাইডার দ্বারা পরিচালিত Udaan গ্রুপের সদস্যা দের সঙ্গে। অনুষ্ঠানটি পরিচালনা করেন Equality র কর্নধার অসীমা দে, বিশিষ্ট সমাজকর্মী সুমিত মন্ডল, দেবাশীষ দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন Udaan গ্রুপের সদস্যারা ও লালটু মিদ্দে সহ অন্যান্য সমাজকর্মীগণ।

    এদিনে কাক ডাকা ভোরে কাঁচড়াপাড়া, শ্রীরামপুর, ধনেখালি, বরানগর, গার্ডেনরিচ, বাটানগর থেকে নিজের দু-চাকাটির ভরসায় বেড়িয়ে পড়েছিলেন ওরা। শহর কলকাতারও ছিল কেউ কেউ। কেউ অসুস্থ মায়ের খাবার-ওষুধপত্র গুছিয়ে আবার কেউ বাচ্চার পরীক্ষার প্রস্তুতির জন্য আগের দিন রাত জেগে ওয়ার্কশিট রেডি করে, কেউ FM এর অনুষ্ঠানের প্রয়োজনীয় পেপার ওয়ার্ক সেরে আবার কেউ ক্যাজুয়াল লিভ ম্যানেজ করে, কেউ দোকান এক বেলা বন্ধ রেখে বা কর্মচারীদের জিম্মায় রেখে র‍্যালিতে সামিল হয়। সবারই মিল একটাই জায়গায়, উদ্দেশ্য এক থ্যালাসেমিয়ার মতন মারণব্যাধির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা।

    পাটুলী থেকে শুরু করে সোনারপুর, চম্পাহাটি, বারুইপুরের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালান তাঁরা। রোগাক্রান্ত শিশুদের পরিবারের পাশে থাকার বার্তা দিতে অংশ নিয়েছে রক্তদান শিবিরে। বাইক র‍্যালির পর নিজেরও রক্ত দেন। পাশাপাশি রক্তদাতাদের হাতেও তুলে দিয়েছে পুষ্টিকর খাবার।

    Udaan গ্রুপ এর আগেও বিভিন্ন Safe Drive Save Life awareness week camping এ র‍্যালির মাধ্যেমে অংশগ্রহণ করেছে। গত ৮ই ফেব্রুয়ারী ৮ জনের টিম থ্যালাসেমিয়া সচেতনতার বার্তা নিয়ে কলকাতা থেকে ডানকুনি, নবদ্দীপ, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, রায়গঞ্জ, শিলিগুরি, শুকনা, মিরিক, লেপচা, হয়ে কার্শিয়াং পর্যন্ত এবং তারপর ১৫ই ফেব্রুয়ারি আবার কলকাতায় ফেরেন। গ্রুপের ক্যাপ্টেন সুকৃতি মজুমদারের কথায়, “ইউক্রেনে মহিলা সাংসদদের ম্যেনিকিওর করা হাতে বন্দুক তুলে নেওয়ার দৃশ্য ভাইরাল হয়। এদের কৃতিত্ব সে তুলনায় কিছুই নয় কিন্তু অন্তরাত্মার ডাকে মানসিকতার বদল যে অনেকটা একইরকম, মানবেন কি?”

    Equality র কর্নধার অসীমা দেবী তাঁর মেয়ে রিয়া কে নিয়ে প্রথম ও নিজের ১৪তম রক্ত দান করেন। এদিনে জীবনে প্রথম বার রক্ত দেন ৫জন। অসীমা দেবী বলেন, আগামীতে আমরা থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষে আরও বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছি। আমরা নিশ্চিত আমাদের এই লড়াই আগামী প্রজন্মকে থ্যালাসেমিয়া মুক্ত করে তুলবে।
    “রাখুন হাতে হাত,
    থ্যালাসেমিয়া করতে মুক্ত,
    ছাড়বোনা কভূ সাথ”

    #Lets_fight_against_thalassemia

    #নারী_শক্তি