|
---|
মুর্শিদাবাদ: ১১ থেকে ১৩ই মার্চ মতিঝিল ও কাটগোলা বাগানে আয়োজন করা হয়েছে হেরিটেজ ফেস্টিভ্যাল। জানা যায় এবার পশ্চিমবঙ্গ সরকারের তিনটি বিভাগ অংশগ্রহণ করবে।
মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বলেন “মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক জেলা। ২০১০ সাল থেকে টানা এগারো বছর ধরেই একটি সংস্থা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্হানকে তুলে ধরতে দেশ ও বিদেশের পর্যটকদের এনে উৎসব পালন হচ্ছে। তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এই হেরিটেজ ফেস্টিভ্যাল অংশগ্রহণ করছে। পশ্চিমবঙ্গ সরকারের তিনটি বিভাগ অংশ গ্রহণ করবে।”
মুর্শিদাবাদ জেলার হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি সন্দীপ নলাক্ষা বলেন “মুর্শিদাবাদ জেলাতে পর্যটন মানচিত্রে আরও জায়গা দিতে উৎসাহী, বিনিয়োগকারী এবং ভ্রমন এজেন্টদের কে আকৃষ্ট করতেই এই হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যালে নবাবী আমলের খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, লোক সংস্কৃতি নৃত্য সহ একাধিক মনোরঞ্জন জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। অন্যদিকে আতশবাজী প্রদর্শন করা হবে। যা মন কারবে সকলের।”
তিনি আরো জানান “পাশাপাশি, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ শহরের প্রায় ১০টি প্রাচীন মন্দির সংস্কার করা হয়েছে আমাদের পক্ষ থেকে। আগামী দিনে লালবাগ সহ বিভিন্ন এলাকায় প্রাচীন মন্দির সংস্কার সহ পুনরুদ্ধারের কাজ চলছে।”