রেশন ডিলার বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোব দেখান।

সেখ সামসুদ্দিন : ১১ জুলাই, মেমারি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার জয়ন্ত ব্যানার্জীর বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভের বিস্ফোরণ ঘটে। তারা ব্লক খাদ্য পরিদর্শকের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতে তিনি এলাকায় পরিদর্শনে আসেন। এলাকার মানুষ তাদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে রেশন ডিলারকে খাদ্য পরিদর্শক নির্দেশ দেন দুয়ারে রেশন পরিষেবা দিতে হবে মানুষকে, কম মাল দেয়া যাবে না, যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে ইত্যাদি। রেশন ডিলার জয়ন্ত ব্যানার্জী এলাকাবাসীর অভিযোগ পরোক্ষে স্বীকার করে নেন ও তিনি যার যা বকেয়া মিটিয়ে দেবেন বলে জানান। এবং আজ থেকে তিনি আর কোন ভুল করবেন না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মিডিয়ার সামনে বলেন। দীর্ঘদিন ধরে এই ডিলারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ ছিল। আজ সেই অভিযোগের বিস্ফোরণ ঘটে। মহিলা পুরুষ নির্বিশেষে সকলে বেরিয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। খাদ্য পরিদর্শক বলেন প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উনি উপর মহলে পাঠিয়ে দেবেন প্রাথমিকভাবে তিনি যা নির্দেশ দেওয়ার দিয়ে দিয়েছেন। এবার বিভাগীয় রিপোর্টের ভিত্তিতে যা পদক্ষেপ নেয়া হবে সেটা পরে জানা যাবে।