|
---|
ডোমজুড়: ভুল শুধরে’ তৃণমূলেই এলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এক বছরে দু’বার দল বদল করলেন তিনি। কিন্তু, নিজের ‘গড়’ ডোমজুড়েই বিক্ষোভের মুখে পড়লেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার রাতে প্রয়াত হন হাওড়ার সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুধীরচন্দ্র দাস। এই খবর পাওয়া মাত্রই শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজীব। কিন্তু তাঁকে দেখা মাত্রই উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। শুরু করেন বিক্ষোভ। রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান তোলার পাশাপাশি মিরজাফর স্লোগানও তোলা হয়। পরিস্থিতি জেরে সুধীরচন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরে আসতে হয় রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
এদিনের এই ঘটনা প্রসঙ্গে বিজেপি-র দাবি, তৃণমূলের নেতারাই এই বিক্ষোভের সঙ্গে জড়িত। তাঁরাই রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে চাইছেন না। এদিকে পালটা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ স্পষ্ট জানিয়েছেন এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের কোনও যোগাযোগ নেই।
এদিকে, সুধীর ঘোষের ভাইপো গোপাল ঘোষ জানান, তাঁর কাকার মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ মৃতের পরিবার।