রাজ্যের বাঙালী শ্রমিকরা অসহায় তাদের পাশে কে জি এন মার্বেল

আজহারউদ্দিন : দফায় লকডাউন বৃদ্ধি হওয়ার ফলে জনজীবন বিপর্যস্ত,কারণ মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই একজোট হয়ে রুখতেহবে, মধ্যবিত্তশ্রেণীর মানুষের অবস্থা খুবই শোচনীয়।সারা বছর সামাজিক কাজে সাহায্য সহযোগিতা করে থাকেন কে জি এন মার্বেল এর গ্রুপ এর পক্ষ হতে ।

    সংক্রমণ রোধে প্রয়োজনে মাস্ক, সানিটাইজারী, সাবান, হান্ড ওযাস, ও আর্থিক সহায়তা প্রদান করা হয় বাঙালি শ্রমিক দের, নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের হাতে তুলে দেওয়া হয় কে জি এন মার্বেল এর তরফ থেকে । রাজ্যের বাঙালী শ্রমিকরা অসহায় হয়ে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানোর সামাজিক ও নৈতিকতা দায়িত্ব। সেই পরিস্থিতিতে সাধ্যমত চেষ্টা করছি বলে জানান কে জি এন মার্বেল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক, ডাইরেক্টর আলহাজ সেখ সাকির হোসেন ।