|
---|
আজাহারউদ্দিন : মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে সকলকে তখন পিছিয়ে নেই উওর চব্বিশ পরগনা জেলার আমডাঙা আওযালসিদ্ধী মন্ডল পাডায অবস্থিত সংখ্যালঘু আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী সোলেমান একাডেমী। সরকারি নির্দেশ ও লকডাউন অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মধ্যে চাল, আলু, পিযাজ , ডাল, ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের মধ্যে তুলে দেন হাজী সোলেমান একাডেমী এম ডি শহীদুল ইসলাম মন্ডল, শিক্ষাবিদ শামিম মন্ডল, সমাজসেবী ইসমাতারা মন্ডল ও বিশিষ্ট জন । লকডাউন যতদিন চলবে ততদিন আমরা সমস্ত মানুষের কাছে সাধ্যমত সাহায্য সহযোগিতা করে যাব বলে জানান হাজী সোলেমান একাডেমী র এম ডি শহীদুল ইসলাম মন্ডল ।