রাজমিস্ত্রি কাজে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক শ্রমিকের

রাজু আনসারী, সুতি : পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজে গিয়ে সাত তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সুতি থানার মহেসাইল-১ নম্বর পঞ্চায়েতের মিরপাড়া গ্রামে। মৃত ওই শ্রমিকের নাম রবিউল শেখ(২৬)। জানা গিয়েছে, সম্প্রতি ঈদের আনন্দ কাটিয়ে গত মঙ্গলবার পেটের টানে উড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রি কাজ করতে যান ওই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে উড়িয্যার সম্বলপুরে পৌঁছান তিনি। শুক্রবার সেখানে সাত তলা নির্মান বিল্ডিংয়ে রাজমিস্ত্রী হিসাবে কাজে যোগ দিয়েছিলেন রবিউল শেখ। শুক্রবার সাত তলা বিল্ডিং এ কাজ করছিলেন তিনি। সেসময় হঠাৎ মাচান ভেঙে নীচে পরে যান রবিউল নামে ওই শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  উড়িষ্যার হাসপাতালে দেহ ময়নাতদন্তের পরেই দেহ নিয়ে আসা হবে সুতির মহিশাইল মীরপাড়া বাড়িতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় রবিউল শেখের মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছাতেই নেমে আসে গভীর শেকের ছায়া।
বাড়িতে স্ত্রী, এবং চার বছর ও দুই বছরের দুই কন্যা সন্তান রয়েছে। এদিকে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে পরিবারের কর্তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী সামনূর বিবি। পরিবার জুড়ে কান্নার রোল পড়েছে। সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।