|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিক্রি নেই রাখির। মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই সময় চুটিয়ে ব্যবসা করে থাকেন তাঁরা। এবার একেবারেই বিক্রি নেই। করোনা আবহে সমস্যায় হবিবপুরের আইহো বাজারের রাখি ব্যবসায়ীরাও। পসরা সাজিয়ে বসলেও খদ্দেরের দেখা নেই। তার মধ্যে স্কুল, কলেজ বন্ধ। পড়ুয়াদেরও দেখা নেই।
বিক্রিনেই রাখি এই রকমি ছবি ধরা পরল হবিবপুর ব্লকের আইহো বাজারের।এই পরিস্থিতি কথা জানালেন আইহো বাজারের এক রাখি বিক্রেতা বিপ্রয় সাহা। বলেন এই করোনার ভাইরাস ফলে সে ভাবে দেখা নেই ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের এর ফলে স্কুল কলেজ সহ বিভিন্ন টিউশন বন্ধ ভয়ে কেউ জরুরি কাজ ছাড়া দেখা নেই মানুষের। তার ফলে বিক্রি নেই রাখি।