|
---|
উজির আলী,চাঁচলঃ০৩ আগস্ট
ঝুঁকিপূর্ণ ভাবে বিনে লাইফ জ্যাকেটেই নৌ যাত্রা করছেন যাত্রীরা। মালদহের চাঁচল ১ নং ব্লকের খরবা জিপির ভবানিপুর-খিদিরপুর গ্রামের দুর্ভোগ নিত্যদিনের। বাসিন্দা মিজানুর রহমান জানান, প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। মাসখানেক আগে লাইফ জ্যাকেট সমস্যার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও প্রশাসনের তরফে শূধূই মিলেছে আশ্বাস বলে অভিযোগ বাসিন্দাদের।
ভবানিপুর গ্রামটি একটি দ্বীপের মতো। মহানন্দা নদীর ওই পারে অবস্থান ৩০০ পরিবারের গ্রামটি। নিত্য প্রয়োজনীয় থেকে শূরূ করে জীবিকা নির্বাহ সবটার জন্য নদী পার করতে হয়। এইপারেই রয়েছে হাট-বাজার, রেশন ডিলার, থানা, পঞ্চায়েত,হাসপাতাল সবটাই এদিকেই। নদীপার হওয়াটা তাদের মধ্যে স্বাভাবিক।
যদিও জগন্নাথপুর নৌকাডুবি ঘটনার পর বন্ধ করা হয়েছে চাঁচল থানা এলাকার মহানন্দার ঘাটগুলি। তবে একমাত্র ভবানিপুরের জন্য প্রশাসনের সাথে সমঝতা করে নৌকা চললেও নেই লাইফজ্যাকেট। দূদিন থেকে নদীতে ক্রমশ জল বেড়েই চলেছে বাসিন্দারা জানিয়েছে। পারাপার হওয়াটা তাদের মধ্যে একটা ঝুকিপূর্ণ ব্যাপার বলে জানিয়েছেন ভবানিপুর ও খিদিরপুরের বাসিন্দারা মিজানুর রহমান সুজন আলী।
যাত্রী সুরক্ষার জন্য অবিলম্বে লাইফ জ্যাকেট ওবয়লারের দাবী জানিয়েছেন তারা।