|
---|
আয়ুব আলি,উওর২৪পরগনা : সঙ্গীতের সৃষ্টির ইতিহাস থেকে বিবর্তনের মাধ্যমে বর্তমান যুগ এই বিষয় নিয়েই তিন দিনের অনুষ্ঠান সম্পন্ন হল উওর২৪পরগনা র বারাকপুর সুকান্ত সদনে গত ২৮, ২৯ ও ৩০ শে সেপ্টেম্বর। প্রথম দিন বাঙলা সঙ্গীত সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সঙ্গীত গবেষক সন্তোষ কর্মকার, শিবনারায়ণ রায়, প্রমূখ বাংলা সঙ্গীতের সৃষ্টির ইতিহাস ও বিবর্তনে বর্তমান বিষয়ে তিন দিনে আলোচনা ও চর্যাপদ থেকে কবিগান বিভিন্ন যা বাংলাগানের বর্তমানে হারিয়ে যেতে চলেছে। বর্তমান প্রজন্মের কাছে সেগুলো তুলে ধরেছেন উদ্যোগতারা শিবনারায়ণ রায়, ঈপ্সিতা রায় প্রমূখ এই অনুষ্ঠানে র উদ্বোধন করেছেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।