|
---|
আজিজুর রহমান : গলসি ১ নং ব্লকে গঠন হল গলসি ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম। এলাকার মানুষের রক্তের প্রয়োজন মেটাতে কাজ করবে ওই ফোরাম। শনিবার ব্লকের বুদবুদ বাজারে এই ফোরামের প্রথম আলোচনা শিবির করা হয়। ব্লক জুড়ে এমন কাজের উদ্দ্যোগ নিয়েছেন ব্লাড ডোনার ফোরামের সভাপতি জাকির হোসেন। এলাকার মানুষের নিত্য রক্তের চাহিদা মেটাতে সদস্যদের দিয়ে রক্তদান শিবির করবেন তারা। পাশাপাশি এলাকার মানুষকে রক্তদানে উৎসাহিত করবে ওই ফোরাম। সদস্যদের থেকে সংগৃহীত রক্ত পৌছে যাবে জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে। সেখান থেকে রক্ত ফোরামের মাধ্যমে সাধারণ মানুষের চাহিদা পুরন করবে। প্রাথমিক ধাপে পানাগড় ভলান্টারি ব্লাড ডোনার ফোরমের সহযোগিতায় কাজ করবে তারা। এদিনের ফোরাম গঠনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পানাগড় ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সভাপতি দিলীপ সিং, সহ সভাপতি সঞ্জয় ঝাঁ, সম্পাদক প্রনব সেট, গলসি ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম এর সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি সুন্দর পাশোয়ান সহ এলাকার প্রতি গ্রামের সদস্যরা। ফোরামের এমন কাজে গলসির বহু মানুষ উপকৃত হবে বলে জানা গেছে।