রাজনগর লালা পাড়ায় ঐতিহ্য মন্ডিত রথ তলায় সম্প্রীতির গ্রামীণ মেলা

মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর: প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার রাজনগরে ঐতিহ্য মন্ডিত রথ তলায় পবিত্র রথযাত্রা উপলক্ষে এক গ্রামীণ মেলার আয়োজন করা হয়৷ স্থানীয় প্রবীণ নাগরিকরা জানান, এটি এলাকার অন্যতম এক প্রাচীন সম্প্রীতির মেলা৷ এবারও বিকেল থেকে বসে এই মেলা৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত এটি চলবে বলে জানা গিয়েছে৷

    জেলার অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগরের এই মেলাকে ঘিরে সাধারণ মানুষদের উৎসাহ উদ্দীপনা থাকে যথেষ্ট৷ বিশেষ করে শিশুদের আনন্দ হয় বেশি৷ এখানকার প্রাচীন মন্দিরে ভক্তরা ভিড় করেন৷ রথ দেখার আগ্রহ থাকে অনেকের৷ নিকটবর্তী বিভিন্ন গ্রাম ও পাড়ার মানুষজন ভিড় করেন মূলত সন্ধ্যার পর থেকে৷ জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ হাজির হন এখানে৷ মেলাটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু রুপে পরিচালনার ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো৷