|
---|
মালদা , ০৫ জুলাইঃ রথযাত্রাকে ঘিরে হাজারো মানুষের ভীড় দেখা গেল মালদা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে অবস্থিত নরহাট্টা গ্রামপঞ্চায়েতের লক্ষীপুর গ্রামে । সেখানে ৪ তম রথযাত্রা শুরু হয় লক্ষীপুর মোড় থেকে। আনুষ্ঠানিকভাবে রথের উদ্বোধন ও পরিচালনা করে গোস্বামী পরিবার । ওই পরিবারের পুরোহিত চিত্ত গোস্বামী রথের উদ্বোধন করেন । বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ, লক্ষীপুর মোড় থেকে সাড়ম্বরে শুরু হয় রথযাত্রা। জগন্নাথ দেবের রথ। রথের রশি ধরে টান দিতে হাজারো ভক্ত ভিড় জমায় সেখানে। তার সাথে বিভিন্ন বাদ্য যন্ত্রের সহযোগে হরি কীর্তন করেন ভক্তরা। আগামী সাত দিন ধরে মাসির বাড়ি অর্থাৎ লক্ষীপুর চৌধুরী পাড়া কামাত এলাকায় থাকবে রথ। সেখানে চলবে নানান ধরনের অনুষ্ঠান।
লক্ষীপুর মোড় থেকে এই রথযাত্রা সারা গ্রাম পরিক্রমা করে লক্ষীপুর চৌধুরী পারা কামাত এলাকায় শেষ হয়। আগামী সাতদিন ধরে সেখানে চলবে বিভিন্ন ধরনের ধার্মিক অনুষ্ঠান।