স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ভারতের বিভিন্ন স্থানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হচ্ছে

নতুন গতি নিউজ ডেস্ক: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের বিভিন্ন স্থানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে https://sbi.co.in/web/careers/current-openings গিয়ে খোঁজ নিতে পারেন।

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

    প্ৰতিষ্ঠানের তরফে এখন পর্যন্ত মোট ৪৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

    অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট)- ১৫টি পদঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাউটিং এবং সুইচিং)- ৩৩টি পদ

    অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট)- প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বনামধন্য প্রতিষ্ঠানের নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং নেটওয়ার্ক পরিষেবা প্রদানের ব্যবসার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানে লেভেল-২ রিসোর্সে কমপক্ষে ১.৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনও প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০% স্নাতক নম্বর সহ নেটওয়ার্ক সিকিউরিটি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

    অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাউটিং এবং সুইচিং)- প্রার্থীদের অবশ্যই নেটওয়ার্ক পরিষেবা প্রদানের ব্যবসায় বা টিএসি হিসাবে একটি সংস্থায় লেভেল-২ সংস্থানে কমপক্ষে ১.৫ বছরের অভিজ্ঞতা ও স্বনামধন্য সংস্থার নেটওয়ার্ক পরিচালনায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রিতে ৬০% নম্বর বাধ্যতামূলক।

    জেনারেল ক্যাটাগরি/অন্যান্য অনগ্রসর শ্রেণী/অর্থনৈতিকভাবে দুর্বল বর্গের (EWS) প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ টাকা দিতে হবে।