|
---|
দেবজিৎ মুখার্জি: ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একধাক্কায় ২০০ টাকা করে রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র। প্রায় দেড়বছর বাদে হাজারের নিচে নামল এলপিজি সিলিন্ডারের দাম। পাশাপাশি, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা বছরে ১২টি সিলিন্ডার কেনা পর্যন্ত বাড়তি ২০০ টাকা করে ভরতুকির সুবিধা পাবেন। অর্থাৎ মোট ৪০০ টাকা ভরতুকি পাবেন। এই সিদ্ধান্ত ভোটবাক্সে ডিভিডেন্ট দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।