যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কবি নজরুলের প্রয়াণ দিবস পালন।

নিজস্ব সংবাদদাতা : নজরুল চর্চা কেন্দ্র, বারাসাতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। ‘কবিদের মৃত্যু হয় না। তাঁরা বেঁচে থাকেন তাঁদের সৃষ্টিকর্মের মধ্যে। কাজী নজরুল ইসলামও বেঁচে আছেন তাঁর মহৎ সৃষ্টিকর্মের মধ্যে।’ কবির প্রয়াণ দিবসের একটি অনুষ্ঠান উদ্বোধন করে কথাগুলো বলেন নজরুল চর্চা কেন্দ্র, বারাসাতের সভাপতি, অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। বারাসাতের রবীন্দ্রভবনের সেমিনার হলে কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কবির সৃষ্ট কবিতা ও গানে গানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। কবিতা ও সংগীত পরিবেশনে অংশগ্রহণ করেন ফাল্গুনী মিত্র, মৌসুমী দাশগুপ্ত, মুক্তি গাঙ্গুলী, সুপ্রিয়া কুন্ডু অধিকারী, লিপিকা গুহ ঠাকুরতা, তুলি দত্ত কর, শিখা দে সরকার, অপর্ণা মিত্র, মহীউদ্দীন মন্ডল, গৌতম কারক, মাধবী বিশ্বাস, টুটুন বৈদ্য, রুমা হাজারি, দুখিরাম রায়, পাপিয়া চক্রবর্ত্তী গুপ্ত, শতাব্দী আচার্য, তাসনিম নাজিফা ও মুকুল চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ুব আলি, জাহানারা খাতুন, নূপুর মন্ডল প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরুপম আচার্য ও স্বপন ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠান শেষে আগামী বছর কবির একশো পঁচিশতম জন্মজয়ন্তী পালনের অঙ্গ হিসেবে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন সম্পাদক শাহজাহান মণ্ডল ও সাংস্কৃতিক সম্পাদিকা দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়াও আজ সকালে নজরুল চর্চা কেন্দ্রের পক্ষ থেকে নৈহাটিতে জি আর পি থানায় সংস্থার প্রচার সচিব আয়ুব আলি ও সদস্যা সুপ্রিয়া কুন্ডুর নেতৃত্বে কবির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।