গৌরীপুরে বেআইনি বাজি তৈরির বিরুদ্ধে পুলিশি অভিযান

নূর আহমেদ, মেমারি ২৯ অগাষ্ট তিনমাস আগে এগরাতে। আর তিন দিন পর দত্তপুকুরে বেআইনি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরনের পর আবার জেগে উঠল পুলিশ প্রশাসন। সারা রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পূর্ব বর্ঘমান জেলার মেমারি থানার পুলিশ মঙ্গলবার দুপুরে গৌরীপুরে বেআইনি বাজি তৈরির বিরুদ্ধে পুলিশি অভিযান চালালো।পুলিশ সূত্রে জানা যায় এগরার বিস্ফোরণ কাণ্ডের পর, মেমারির গৌরীপুরে, মেমারি থানার পুলিশ অভিযান চালিয়ে, বাজি তৈরির কারখানা গুলিকে সিল করে দেয়। কিন্তু দত্তপুকুরে্র ঘটনার পর আবারপুলিশ তৎপর হয়। মেমারি থানার পুলিশ অভিযান চালিয়ে দেখে, বন্ধ থাকা কারখানা গুলি , বন্ধই পড়ে রয়েছে সিল করা অবস্থায়।এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন, বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী সহ পুলিশ আধিকারিকবৃন্দরা,সি আই, অরূপ ভৌমিক ছিলেন।