|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিন চব্বিশ পরগনা জেলার কুলতলী ব্লকের জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের চাঁদপুর তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত হলো আর এই বুথ সম্মেলন কেবলমাত্র কুলতলীর জালাবেড়িয়া অঞ্চল নয় পশ্চিমবঙ্গের ২৯৪টি ব্লকের অঞ্চল গুলিতে একের পর এক বুথ সম্মেলন শুরু হয়েছে। এই বুথ সম্মেলনে উপস্থিত কুলতলী বিধানসভার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আবুবক্কার সরদার,কুলতলী ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল আলীম লস্কর, জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের প্রধান অসীম হালদার, উপপ্রধান রুহিনা ঢালি,রফিকুল হাসান জমাদার,কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি আতিকুর রহমান খাঁন,মেরিগঞ্জ অঞ্চলের অবজারভার শ্যামাপদ নস্কর, কাদের শেখ, হায়দার শেখ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত নির্বাচিত জন প্রতিনিধি। ভোট যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর শক্ত করার লক্ষ্যে প্রতিটি অঞ্চলে এই মুহূর্তে চলছে বুথ সম্মেলন লক্ষ্য লোকসভা এবং পঞ্চায়েত। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কে সামনে রেখে এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। তেমনই চিত্র উঠে এসেছে কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের চাঁদপুর এলাকা থেকে।