|
---|
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেন আর রাশিয়ার সম্পর্ক ক্রমশই তলানীতে পৌঁছেছে। ইতিমধ্যেই পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চল কে স্বাধীন স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলে সেনা মোতায়েন করার কথা জানিয়েছেন।
ইতিমধ্যেই আমেরিকা এবং ইউরোপ ইউনিয়ন রাশিয়ার ওপর একাধিক বিধি নিষেধ জারি করেছে। জাপান এই ব্যাপারে রাশিয়ার তীব্র নিন্দা জানিয়েছে। চীন বলেছে অহেতুক জটিল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে।
উপগ্রহ মারফত দেখা গিয়েছে ইউক্রেন রাশিয়া সীমান্তে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছে রাশিয়া। ইউক্রেন পার্লামেন্ট নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার দাবি জানিয়েছে। জরুরি অবস্থা জারি হতে পারে ইউক্রেন জুড়ে। জরুরি অবস্থার মেয়াদ থাকবে ৩০ দিন। পরিস্থিতি শান্ত না হলে জরুরি পরিস্থিতির মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।