|
---|
নতুন গতি নিউজ ডেক্স। নতুন গতি নিউজ ডেক্স। আজ মঙ্গলবার রাতে প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে তাঁর জীবনাবসান হয়। সূত্র মারফত জানাজায় এইদিন রাত ১০টা নাগাদ হঠাত্ অসুস্থ বোধ করেন সুষমাজি। তৎক্ষণাৎ তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয় এবং তাঁর চিকিত্সার জন্য মেডিক্যাল টিমও গঠন করা হয় চটজলদি। কিন্তু, চিকিত্সকদের সব চেষ্টা ব্যর্থ করে, কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। তার টুইটার হ্যান্ডেল থেকে জানা যায় মৃত্যুর তিন ঘণ্টা আগেই কাশ্মীরের ঐতিহাসিক পদক্ষেপ নিয়ে ট্যুইট করেছিলেন তিনি।