৭০০ টাকায় বড়ো চমক রিলায়েন্স জিও র। এবার ব্রডব্যান্ড ও কেবল পরিষেবাতেও থাবা বসালো তারা

নতুন গতি নিউজ ডেস্ক: আমাদের মধ্যে অনেকেরই কৌতূহল ছিলো, রিলায়েন্সের ৪২ তম বার্ষিক সাধারণ সভায় বড় কোনও চমক আনতে পারেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি৷ ঠিক সেটাই করলেন রিলায়েন্সের এমডি৷ জিও-র তৃতীয় প্রতিষ্ঠা দিবসে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘জিও  ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করলেন তিনি৷ জানালেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হবে এই পরিষেবা৷ মাত্র ৭০০ টাকায় ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল-ফোন-ইন্টারনেট পরিষেবা এবং আগামী ১২ মাসের মধ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার।

    এক বছরে ১০ লক্ষ গ্রাহকের বাড়িতে জিও ফাইবার পরিষেবা পরীক্ষামূলক পৌঁছে গিয়েছে এবং তাতেই দেখা গিয়েছে প্রতি মাসে গড়ে ১০০ গিগাবাইটের বেশি গতিতে ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন ওই গ্রাহকরা। জানা গিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে বিশেষ প্রযুক্তি সম্পন্ন সেটটপ বক্সও আনছে সংস্থা৷ উল্লেখ্য, ২০১৬-র সেপ্টেম্বর বাজারে এসেছিল জিও ইন্টারনেট পরিষেবা৷ গোটা দেশের ইন্টারনেট পরিষেবায় মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি৷ তিন বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থায় পরিণত হয় রিলায়েন্স জিও৷ পিছনে ফেলে দেয় এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো প্রথম সারির সংস্থাগুলিকে। এবার ব্রডব্যান্ড ও কেবল পরিষেবাতেও নজর দিল রিলায়েন্স জিও৷