বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রবীন্দ্র-নজরুল স্মরণ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর গ্রামীণ পূর্ব কেন্দ্রের উদ্যোগে শনিবার বিকেলে বার্জটাউনে অবস্থিত সংগঠনের জেলা দপ্তরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ও সাংগঠনিক সভা। রবীন্দ্র-নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। আবৃত্তি ও আলোচনা মধ্য দিয়ে দুই কবিকে স্মরণ করা হয়।স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক শুভ্রাংশ শেখর সামন্ত। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান কেন্দ্রের সভাপতি সুদীপ কুমার খাঁড়া। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ড.সুধাপদ বসু, জেলা সভাপতি ,,ড.কালিপদ প্রধান, জেলা সহ সম্পাদক পুলক রায়, সম্পাদকমন্ডলীর সদস্য চন্দ্রশেখর দাস, জেলা কাউন্সিল সদস্য শান্তনু সিনহা, বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ ড.কুলদীপ রায় চৌধুরী প্রমুখ।সবুজায়নের বার্তা দিতে উপস্থিত সকলকে একটি করে চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়।