ভগবানগোলা বিধানসভায় কলেজ তৈরী হয়নি,ক্ষোভ বাসিন্দাদের

নতুন গতি, ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে কলেজের দাবি নিয়ে সরব ভগবানগোলা বিধানসভার বাসিন্দারা।।ভোট আসে ভোট যায় কিন্তু দুটি ব্লক নিয়ে গঠিত ভগবানগোলা বিধানসভায় কলেজ তৈরী হয় না ।। প্রতিবার ভোটের প্রাক্কালে প্রার্থীদের কাছে কলেজের দাবি তোলে এলাকার মানুষ থেকে সামাজিক সংগঠন গুলো ।। কিন্তু ভোট শেষ হলেই নির্বাচিত প্রতিনিধি বেমালুম ভুলে যান কলেজ স্থাপনের কথা ।। এলাকার মানুষ বামফ্রন্ট সরকারের কাছেও কলেজের দাবি তুলেছিলো কিন্তু কলেজের দাবি পূরণ হয় নি।।বর্তমান শাসকদলের বিগত দশ বছরের শাসন কালেও অধরাই রয়ে গেছে কলেজ ।। স্থানীয় মানুষের অভিযোগ কলেজ তৈরীর মত পুরনো দাবি কে ভগবানগোলার কোনো রাজনৈতিক দল ও তাদের প্রার্থীই জোরালো ভাবে গুরুত্ব দেয় না, তাছাড়া প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন বা প্রচারে স্থান পায় না কলেজ তৈরীর বিষয়টি।।

     

    কলেজের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে  সামাজিক সংগঠন স্বরবর্ণ ও বাংলা সংস্কৃতি মঞ্চ। সংগঠনের সদস্যদের মতে কলেজ তৈরীর বিষয় টি কেন গুরুত্বহীন হয়ে রইলো বিগত ও বর্তমান শাসকদলের কাছে ফলে এখনো তৈরী হলো না কলেজ, সেই কারণ স্পষ্ট নয়। প্রার্থীদের অনুরোধ করছি সাধারণ পড়ুয়াদের দূরের কলেজ যেতে যে সমস্যা, হয়রানির শিকার হতে হয় সে কথা মাথায় রেখে কলেজ স্থাপনের বিষয়টি যেন দ্রুত সমাধান করা হয়। ।।

    “ভগবানগোলা বিধানসভা আসনটি কয়েক বার বাদে বরাবরই সিপিএমের দখলে।। কোনো দিনই তৃনমূল কংগ্রেস জয় লাভ করতে পারে নি।। বাসিন্দারা জানালেন,প্রতি বছর ভগবানগোলার দুই ব্লকের পড়ুয়ার বহরমপুর জিয়াগঞ্জের কলেজ সহ জেলার বিভিন্ন কলেজে গিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে বাধ্য হয়।। আবার আসনের অভাবে অনেকের পছন্দের কলেজেও ভর্তি হতে পারে না।। এ ছাড়া সীমান্তবর্তী ভগবানগোলা থেকে বহরমপুর, জিয়াগঞ্জ সহ অন্যান্য কলেজে যাতায়াতের দুর্ভোগ পোহাতে হয়।। তবুও কোনো শাসক দলই কলেজ নিয়ে উদ্যোগী হয় নি।

     

    সিপিএমের ছাত্র সংগঠনের সদস্য নিঝুম রোজ নাহান এর বক্তব্য এবার আমারা জিতলে কলেজ তৈরীর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে ।।

     

    পাশাপাশি তৃনমূলের দাপুটে প্রার্থী ইদ্রিস আলি সাহেবের বক্তব্য সিপিএমের দখলে থাকা ভগবানগোলা বিধানসভাতে কলেজ না হওয়া দুর্ভাগ্য জনক।। সিপিএম কোনো দিনই উন্নায়নের পক্ষে থাকে না।। দিদির আমলে রাজ্য বহু কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে।। এবার তৃনমূল ক্ষমতায় এলে ভগবানগোলাতে কলেজ তৈরীর জন্য দলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে।।