|
---|
নিজস্ব সংবাদদাতা : পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল কুপার্স শহর তৃণমূল কংগ্রেস । মাটির উনুনে কাঠের জ্বালানি দিয়ে রান্না করে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। নদিয়ার কুপার্স কালীবাড়ির সামনে থেকে ভ্যানের উপর মোটরবাইক, গ্যাসের সিলিন্ডার, মাটির উনুন নিয়ে মিছিলও হয়। কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কুপার্স পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দাসের নেতৃত্বে কুপার্স-এর ১২ টি ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী-সমর্থকরা মিছিলে পা মেলান।জ্বালানির মূল্য বৃদ্ধি প্রতিবাদ: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদের নজির দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। গতকাল দুর্গাপুর স্টেশন রোডে দড়ি দিয়ে গাড়ি টেনে প্রতিবাদ করে কংগ্রেস। অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডায়মন্ড হারবারের স্বরূপ এলাকায় নরেন্দ্র মোদির একটি কুশপুতুল পোড়ানো হয়।চড়ছে পেট্রোপণ্যের দাম: ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর পরই, চড়চড়িয়ে চড়ছে পেট্রোপণ্যের দাম। দামে সর্বকালীন রেকর্ড গড়েছে পেট্রোল। সেঞ্চুরির দুয়ারে ডিজেলও। এই অবস্থায় পিছিয়ে নেই গ্যাসও। ভর্তুকিযুক্ত অর্থাৎ, রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই।মার্চে সিলিন্ডার পিছু ৫০ টাকা বেড়ে তা ৯৭৬ টাকা হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দাম আড়াই হাজারের দিকে এগোচ্ছে। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে হেঁশেল সামলানোই দায় হয়ে উঠেছে মধ্যবিত্তদের। সব কিছুর খরচ বাঁচিয়ে কীভাবে বেড়ে চলা গ্যাসের দাম সামলাবেন তারই হিসেব কষছে মধ্যবিত্ত।আর জ্বালানির দাম বাড়ায়, সরাসরি তার প্রভাব পড়েছে বাজারেও। মূল্যবৃদ্ধির কোপে ভাঁড়ে মা ভবানি অবস্থা মধ্যবিত্তের। বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়। শাক-সব্জী তো বটেই, লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দামও। কাটা মুরগির মাসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা। খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। সরষের তেল লিটারপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এইসব তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।