|
---|
নিজস্ব সংবাদদাতা : স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে বোখারা হাজি জুবেদ আলি বিদ্যাপীঠে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় এছাড়াও পাশাপাশি বোখারা বাজার সংলগ্ন এলাকায় হাতজোড় করে করোনা সচেতনতার মাধ্যমে মাঠে নেমে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে সচেতন থাকার অনুরোধ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মাননীয় অভিজিৎ মুখার্জি মহাশয় , বিশিষ্ট নাট্যকার রবিন দত্ত মহাশয়, উৎসর্গ স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক আর জে আই বিট্টু, বিশিষ্ট সমাজ সেবী মুস্তাফিজুর রহমান ও অলোক চ্যাটার্জী মহাশয় এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।