|
---|
নতুন গতি নিউজডেস্ক: কেন্দ্র সরকারের প্রতিটা বিষয়ে বিরোধী দলের সামনে কঠোর ভাবে দাঁড়িয়ে থাকেন বিজেপির জাতীয় মুখপাত্র সমিত পাত্র, যেই রকমই অভিযোগ লাগানো হোক না কেন সমস্ত অভিযোগের কে যুক্তি তর্কে নাকচ করে দেন উনি , ওনার মিডিয়ার সামনে এই যুক্তি তর্কের কারণেই দেশ ব্যাপী পরিচিত উনি। এবার করোনা ভাইরাসের লক্ষণ দেখা গেলো ওনার কাছে।NDTV সূত্রের মাধ্যমে জানা গেছে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে ওনার কাছে যার কারণে গুরুগাঁয়ের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে ওনাকে। বৃহস্পতিবার তাকে গুরুগাঁয়ের মেদন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।