বাংলা সংস্কৃতি মঞ্চের সাংস্কৃতিক পদযাত্রা , গর্জে উঠল রাঙামাটির দেশ বীরভূম

বাংলা সংস্কৃতি মঞ্চের সাংস্কৃতিক পদযাত্রা , গর্জে উঠল রাঙামাটির দেশ বীরভূম
মিজানুল কবির, নতুন গতি, বীরভূম: সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরে আতঙ্কের বাতাবরণ দেশজুড়ে। এরাজ্যেও কেন্দ্রীয় সরকারের এই অশুভ নীতির বিরুদ্ধে সোচ্চার নবীন থেকে প্রবীণ নাগরিক। কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী NPR,CAA ,NRIC আইন কার্যত বীরভূম বাসীর মনে একটা ধোয়াশার সৃষ্টি করেছে । গতকাল ২০ ই জানুয়ারী বাংলা সংস্কৃতি মঞ্চ তরফে গোটা জেলার ১৯ খানা ব্লক থেকে প্রায় ১০ হাজার খেটে খাওয়া মানুষ শামিল হন সিউড়ির চাদমারি মাঠে। মিছিল শুরু হয়ে জেলা শাসকের অফিস যায় । মিছিলে পায়ে পা মেলান হিন্দু , দলিত,মুসলিম,আদিবাসী সম্প্রদায়ের সমস্ত নাগরিক । বীরভূম জেলার মূল সংস্কৃতির এক অন্য রকম নাজারা দেখা মেলে , কেউ শ্লোগান দিচ্ছেন , আদিবাসী সম্প্রদায়ের হেঁটে চলা , নৃত্য পরিবেশন মেলবন্ধন দেখার বিষয় ছিল। বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে বীরভূম জেলার জেলাশাসক কে ডেপুটেশন দেওয়া হয় । কাগজ আমরা দেখবোনা , এই অশুভ নীতি NPR CAA NRIC আইন বাতিল করতে হবে দাবি সহ ডেপুটেশন কপি তুলে দেওয়া হয় জেলাশাসকের অফিসে । এছাড়াও ভোটার কার্ড সংশোধন বিষয়ক প্রশ্ন প্রশাসনের কাছে করা হয় । প্রতিটি পঞ্চায়েত জুড়ে আধার কার্ড সংশোধন কিংবা নতুন আধার কার্ড বানানোর জন্য তড়িঘড়ি ক্যাম্পের দাবি রাখা হয় বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে।
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম জানান ” বীরভূম জেলায় আদিবাসী দলিত সমাজ সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে ।
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানে আমরা গর্বিত। আজ আবার আমরা শাসকের অনৈতিক নীতির বলে পরাধীন। আবার নতুন এক স্বাধীনতা আন্দোলন। দেহে যত‍ক্ষণ পর্যন্তএক ফোঁটা রক্তবিন্দু রয়েছে ততক্ষণ CAA, NPR, NCR হতে দেব না। এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে আমরা ছিনিয়ে আনবই ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিকতায় মোড়া নাগরিক অধিকার । কোন মতেই আমরা কাগজ দেখবোনা এই শপথ আমরা নিচ্ছি ” ।
বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা কমিটির সম্রাট জানান ” আমরা দলি ত আদিবাসী এই অখন্ড ভারতবর্ষে র নাগরিক ,আমরা বহিরাগত অমিত শাহকে কোন মতেই কাগজ দেখবোনা ” ।
এছাড়াও বাংলা সংস্কৃতি মঞ্চের তরফে উপস্থিত ছিলেন অজয় রায়, আশরাফুল আমিন , রাজকুমার ফুলমালি, বিশ্বজিৎ রায় , সৌম শাহিন, রিপন, সুদীপ দাস,মারুইয়ুম খাতুন , মফিজুল ইসলাম , বাণী শ্বর বাগচী , বদরুজ্জামান প্রমুখ ।