|
---|
শিলিগুড়ি: সারাবাংলা ই-রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শিলিগুড়ি এসডিও এর কাছে স্মারকলিপি দেওয়া হল সোমবার। সমস্ত আটক ই-রিকশা টোটো গুলোকে অবিলম্বে ছেড়ে দেওয়া, সমস্ত ই-রিকশা চালকদের সামাজিক সুরক্ষা দেওয়া, সমস্ত ই-রিকশা চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া দাবি জানানও হয় এই স্মারকলিপির মধ্যে দিয়ে। তাদের দাবিগুলো শুনে SDO তার অফিসে ডেপুটেশন গ্রহণ করেন এবং আশ্বাস দেন তিনি সমস্ত গাড়িগুলোকে ছেড়ে দেবেন। তিনি জানান, যারা উপযুক্ত কাগজ দেখাতে পারবে তাদের সকলকেই আজকে ছেড়ে দেওয়া হবে।
এই কর্মসূচীতে নেতৃত্ব দেন সারা বাংলায় ইউনিয়নের শিলিগুড়ি টাউন কমিটি ইনচার্জ জয় প্রসাদ বর্মন এবং জেলা ইনচার্জ জয় লোধ। এছাড়া উপস্থিত ছিলেন টোটো চালক রিন্টু রায়, পরিতোষ মন্ডল, দেবাশীষ পাল, কমল দাস প্রমূখ। তারা জানান, আগামী দিনে বাকি দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।