কালিয়াচক ৩ ব্লকের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালো জেলা সিপিএম নেতৃত্ব

মালদা, ২৯ নভেম্বর: কালিয়াচক ৩ ব্লকের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিক্ষোভ দেখানো জেলা সিপিএম নেতৃত্ব। দলীয় নেতাদের অভিযোগ , ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারগুলোর কোনোরকম পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নি। বরঞ্চ ক্ষতিগ্রস্ত মানুষেরা সংশ্লিষ্ট ব্লকের যেসব হাইস্কুলের রয়েছে, সেখান থেকে তাদেরকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এমনকি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে সোমবার কালিয়াচক ৩ ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রতিবাদ করে জেলা সিপিএম নেতৃত্ব । উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, দলের জেলা কমিটির সদস্য দোলন চাকি  সহ স্থানীয় নেতৃত্ব। সিপিএমের বিক্ষোভ কর্মসূচিতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কয়েকশো মানুষ সামিল হয়েছিলেন।

    এদিন বিক্ষোভে সামিল  হওয়া ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের অভিযোগ , কালিয়াচক ৩ ব্লকের শৈভাপুর – পারদেওনাপুর সহ বিভিন্ন এলাকায় বর্ষার মরশুমে লাগাতার ভাঙ্গন হয়েছে। কয়েক’শ পরিবার ভিটেছাড়া হয়েছে। আশেপাশে এলাকার স্কুল এবং রাজ্য সড়কের ধারে কোনরকমে আশ্রয় নিয়ে রয়েছে। কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সেইসব মানুষদের উচ্ছেদ করা হচ্ছে । তাহলে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষেরা যাবে কোথায় । এরই প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।

    সিপিএমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ বলেন, সংশ্লিষ্ট এলাকায় গঙ্গার ভাঙন হওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষেরা কোন রকম সহযোগিতা পাই নি। এই এলাকার চামাগ্রাম হাই স্কুলের প্রায় ১৮০ টি পরিবার রয়েছে। তাদেরকে সেখান থেকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন । এমনকি ওই স্কুলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়াও আঠারো মাইল এলাকায় সড়কের ধারে যেসব ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষেরা অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন,  তাদের কেউ উঠানোর ব্যবস্থা করছে প্রশাসন। পুনর্বাসন এবং কোনরকম ক্ষতিপরণ না দিয়ে প্রশাসনের এই ভূমিকায় আমরা তীব্র নিন্দা প্রকাশ করে এদিন বিক্ষোভ দেখিয়েছে । আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।

    যদিও এ ব্যাপারে কালিয়াচক ৩ প্রশাসন কোনো প্রতিক্রিয়া জানায়নি।