স্কুল খুলতেই আড্ডার মেজাজে শিক্ষক ও ছাত্র, তবে থাকছেন সতর্কেও

জলপাইগুড়ি: দীর্ঘ আড়াই বছর যাবৎ করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ছাত্র-ছাত্রীদের। এমত অবস্থায় শিক্ষা দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজ থেকে বিদ্যালয়গুলি পঠন-পাঠন চালু করার প্রয়াস শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই জলপাইগুড়িতেও খুশির হওয়া শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে।

    এদিন জলপাইগুড়ির ধুপগুড়ি হাই স্কুল, রাজগঞ্জের বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এমনই চিত্র দেখা গেল। তবে বিদ্যালয় খুললেও পড়ুয়াদের সংখ্যা যথেষ্ট কমই ছিল আজ।ইষ্কুল খুলে গেলেও পড়ুয়ারা অনেকটাই সতর্ক ছিলেন।ইষ্কুলে গেলেও চিন্তায় তাদের বাবা মারাও।অনেকেই জানিয়েছেন আমরাও খুশি ইষ্কুল খোলায় কিন্তুু সাথে সাথে এই চিন্তাও মাথায় আছে যদি সংক্রমন আবার বেড়ে যায় তবে তাদের ছেলেমেয়েদের কি হবে?একদিকে তাদের শরীর এবং অন্যদিকে তাদের ভবিষ্যত।আজ সব ইষ্কুল খুলে গেলেও class বেশী হয় নি বলে বিভিন্ন সুত্রে খবর আজ শিক্ষক এবং শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের সাথে আড্ডার মেজাজেই দিনটা কাটান।

    সবমিলিয়ে ইষ্কুল খুলে গেলেও সরস্বতী পূজোর পরেই পড়াশোনা শুরু করা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির ফনিন্দ্রদেব হাই ইষ্কুলের এক শিক্ষক।এদিকে ময়নাগুড়িতেও ইষ্কুল খুলে গেলেও class এখনো শুরু করা যায় নি ভালোভাবে সানেটাইজেসন করা হয় নি বলে।ময়নাগুড়ি হাই ইষ্কুলের এক শিক্ষক জানান সোমবার থেকেই class আরম্ভ করা হবে।এবং ভাগ করে class শুরু করা হবে।