|
---|
জলপাইগুড়ি: 29তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস 2021 এর জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো স্টুডেন্ট হেলথ হোম জলপাইগুড়িতে।
এখানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় বাইশটি প্রজেক্ট পার্টিসিপেট করেছে এবং অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে উদ্বোধনী সংগীত এর মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় ডক্টর রাজা রাউত মহাশয়, সম্পাদক জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব, মাননীয় ডক্টর মানবেন্দ্রনাথ মৈত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পি.ডি ওমেন্স কলেজ, মাননীয় ডক্টর বিপুল চন্দ্র সরকার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ, মাননীয় শিক্ষক শ্রী দিলীপ হোর মহাশয়, ক্লাবের শুভানুধ্যায়ী তথা বর্ষিয়ান শিক্ষিকা মাননীয়া মাধবী দাস তালুকদার মহাশয়, মাননীয়া শিক্ষিকা শ্রীমতি রিমা আলম, বর্ষিয়ান শিক্ষক তথা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের ভোটপট্টি শাখার অন্যতম সদস্য মাননীয় শ্রী জ্যোতির্ময় রায় ডাকুয়া মহাশয়, মাননীয় শিক্ষক শ্রী শুভময় খান কর্মকার, মাননীয় ডক্টর আকাশ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এ.পি.সি. রায় কলেজ, বিশিষ্ট সমাজসেবী শ্রী সুমিত্র কুমার পাল মহাশয়, এছাড়াও জলপাইগুড়ি সায়েন্স এবং ক্লাবের মাননীয় সহ সভাপতি শ্রী তুলসী ধর, কোষাধক্ষ্য ডক্টর গৌতম ঘোষ মহাশয়।
ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হলো covid19 প্রোটোকল মেনে। ছোট ছোট শিশু বিজ্ঞানীরা তাদের প্রকল্প উপস্থাপন করেছে তিন-চারটি ঘরে যেখানে বিচারকরা তাদেরকে সুন্দর ভাবে বিচার করেছেন এবং আগামী 16 ই জানুয়ারি রাজ্যস্তরের কংগ্রেস যেটি অনলাইন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের সকলের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন জলপাইগুড়ি সায়েন্স এবং নেচার ক্লাবের সম্পাদক মাননীয় ডক্টর রাজা রাউত মহাশয়।আজ 29 তম জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেস-2021 এর জলপাইগুড়ি জেলা স্তরের কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে।এবারের জেলার এই আসরে সারা জেলা থেকে 22টি প্রকল্প রয়েছে।