ভেনাস মোড়ে বিজেপীর পথ অবরোধ! পুলিশের সাথে বচসা কর্মী ও সমর্থকদের

নতুন গতি নিউজ ডেস্ক: আজ সকালে ভেনাস মোড়ে বিজেপীর পথ অবরোধ শুরু হয়।আজ সকাল থেকেই ভেনাস মোড়ে বিজেপী বনধ্ এর সমর্থনে পথ অবরোধ শুরু করে।সকাল থেকেই ভেনাস মোড়ে চলে আসেন শঙ্কর ঘোষ,শিখা চ্যাটার্জী এবং নান্টু পালেরা।বিধায়ক শঙ্কর ঘোষ জানালেন গতকাল তৃণমূল কংগ্রেস গুন্ডামী করে সারা রাজ্যে ভোট করেছে।এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস এবং বনধ্ পালন করা হবে।

    এদিন সকাল থেকেই পুলিশের সাথে বিজেপীর কর্মী এবং সমর্থকদের বচসা শুরু হয়ে যায়।পুলিশের বিশাল বাহিনী ভেনাস মোড়ে এসে বিজেপীর সমর্থকদের হটিয়ে দেয়,কিছুক্ষন পরে আবার বিজেপীর সমর্থকেরা বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এসে জড়ো হয়ে চিৎকার করে বিজেপীর প্রতিবাদ দিবস নিয়ে বলতে থাকে।এদিকে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যটার্জী জানান অন্যায়ভাবে চলছে পশ্চিমবঙ্গ গতকাল শাসক দলের উষ্কানীমূলক আচরনের জন্য গোটা রাজ্যে অশান্তির বাতাবরন তৈরী হয়েছে।আমাদের দাবী যে সব জায়গাতে গন্ডোগোল হয়েছে সেই সব জায়গায় পুনরায় ভোট করতে হবে।না হলে বিজেপী সারা বাংলা জুড়ে বড়সড় আন্দোলন শুরু করবে।এদিন বিজেপীর সমর্থকেরা বাস এবং টোটো থামাবার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।