পেট্রল নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

নতুন গতি নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই বিহারের বিজেপি বিধায়ক হরি ভূষণ ঠাকুর এই একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভারতে থাকতে ভয় পেলে আফগানিস্তানে চলে যান। ভারতে এর কোনও প্রভাব পড়বে না কিন্তু যারা এখানে ভয় পাচ্ছেন, তারা ওখানে চলে যান। পেট্রোল-ডিজেলের অনেক কম দাম ওখানে… ওখানে গেলে বুঝতে পারবেন ভারতের গুরুত্ব কী’। এবার ফের একবার একই ধরনের হুমকি দিয়ে বিতর্ক উস্কে দিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামরতন পায়াল।

    এদিন ভোপালের কাটনিতে জেলা বিজেপির প্রধান রামরতন পায়ালকে এক সাংবাদিক দেশে ক্রমাগত বেড়ে চলা পেট্রোল-ডিজেলের দাম নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মেজাজ হারান নেতা। তিনি বলেছেন, ‘তালিবানে চলে যান। আফগানিস্তানে ৫০ টাকা প্রতি লিটারে পেট্রোল বিক্রি হয়। সেখানে গিয়ে পেট্রোল ভরে নিয়ে আসুন। যেখানে কেউ নেই পেট্রোল ভরে দেওয়ার জন্য। এখানে অন্তত নিরাপত্তা রয়েছে। করোনার তৃতীয় ঢেউ আসার আগে দুটি ঢেউ ভারত সহ্য করেছে।’

    একই সঙ্গে নেতার ভাইরাল হওয়া এই ক্লিপে দেখা গিয়েছে, করোনার কোনও বিধি মানছেন না খোদ নেতা ও তাঁর অনুগামীরা। সাংবাদিককে ওই নেতা আরও বলেছেন, ‘আপনি একজন স্বনামধন্য সাংবাদিক। আপনি বুঝতে পারছেন কী ভাবে মোদিজি সব কিছু সামলাচ্ছেন। উনি এখনও ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছেন।’ বিজেপি দ্বারা পরিচালিত একটি গাছ লাগানোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করেন ওই নেতা।

    ভারতে পেট্রোলের দাম ১০০ টাকা প্রতি লিটার পার করেছে বহু দিন আগেই। ডিজেলের দাম ৯০ টাকা বেশিরভাগ রাজ্যে। ৩৪ দিন ধরে চারটি মেট্রো শহরে তেলের দামে কোনও পরিবর্তন হয়নি।