|
---|
দেবজিৎ মুখার্জি: খলিস্তানি জঙ্গি খুনে কানাডা ও ভারতের মধ্যে তুঙ্গে টানাপোড়েন। একে অপরের কূটনীতিককে বহিষ্কার করেছে দুই দেশ। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে অবস্থিত কানাডার দূতাবাসের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে।
কানাডার দূতাবাসের নিরাপত্তায় সিআরপিএফ ও দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, খলিস্তান বিতর্কে কানাডার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে। ফলে দেশটির দূতাবাসে হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। এছাড়া, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ছবি কালিমালিপ্ত করতে ‘ফল্স ফ্ল্যাগ’ অ্যাটাক চালাতে পারে বিচ্ছিন্নতাবাদীরা। তাই দূতাবাসের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। তাই অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।