মহা শিবরাত্রি পালন করা হলো ‘শ্রী শ্রী বাঁকারায় ও শীতলা মাতার মন্দির’ এ

কলকাতা: আজ মহা শিবরাত্রি। আজ মহাদেবের পুজোয় ভক্তরা মন্দিরে মন্দিরে যান প্রার্থনা করতে। আজ এমনই ভক্তি দেখা গেলো মহাদেবের ভক্তদের ‘শ্রী শ্রী বাঁকারায় ও শীতলা মাতার মন্দির’ এ।

    ভক্তদের ভীড়ে ভর্তি আজ এই মন্দির। পুজোয় মগ্ন ভক্তরা।একে একে সবাই আসে বাবার মাথায় জল ঢালতে।

    বাবার এক ভক্ত ও এলাকার এক বাসিন্দার বক্তব্য “এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি পূজা হয় এবং এই বছর নতুন শিব-পার্বতীকে দোলনায় বসানো হয়েছে। এর আগে তো মা পার্বতী ছিলোনা এই মন্দিরে। এই বছর নতুন প্রতিষ্ঠিত হয়েছে তাই জন্য বাবাকে মাকে একসাথে দোলনায় বসানো হয়েছে এই বছর প্রথম। প্রতি বছর লোকজন আসে জল ঢালে মন্দিরে। সবকিছুই নিয়ম আচার-অনুষ্ঠান যা থাকে তাই হয়।”