|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- চিপ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী সহ ১১ জন শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ডায়মন্ড হারবার ১নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে গতকাল সন্ধায়, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনানী দের উদ্দেশ্যে ডায়মন্ড হারবারে পালিত হল একটি মৌন মিছিল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর দিপেন্দু হালদার, যুব নেতা তমাল হালদার সহ ১নম্বর ওয়ার্ডের সকল সদস্য সদস্যারা।
১নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়,মঙ্গল বার সন্ধায় ডায়মন্ড হারবার১ নম্বর ওয়ার্ডের হাওয়া ভাটা মোড় থেকে হালদার পাড়া পর্যন্ত প্রায় এক কিলমিটার ধরে একটি মৌন মিছিলের মাধ্যমে এবং সেনা প্রধানের ছবিতে মাল্যদান করে ভারতীয় বায়ু সেনা, বিমান দুর্ঘটনায় প্রয়াত ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ ১১ জন শহীদ জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।