|
---|
শিলিগুড়ি: নীরবে প্রচার সারছেন রঞ্জন সরকার।একে একে এগিয়ে আসছে দিন আর সেইভাবেই প্রচার শেষ করছেন রঞ্জন সরকার।তিনি নিজেই জানালেন প্রায় 90% বাড়িতে পৌছিয়ে গেছি আর কিছু বাড়িতে যাওয়া বাকি আছে।এই 15নং ওয়ার্ড অনেক বড় ওয়ার্ড।তবে আমি এতটুকু বলতে পারি এই ওয়ার্ড থেকে মানুষের ভালো সাড়া আমি পেয়েছি।আমার নিজের বিশ্বাস আমি ভোটের বাষ্কেও ঠিক একই রকমের সাড়া পাব।আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি জীতে আসবার পরে সব অসম্পুর্ন কাজকে সম্পুর্ন করে দেবো।বর্তমান কোভিড পরিস্থিতিতে মানুষকে সচেতন করে তাদেরকে আনুরোধ করছি তারা যেন সাবধানে গিয়ে ভোটটা দিয়ে আসেন।
এই পুরসভা ভোটের সময় কিছুটা হলেও কম তাই ঠিক সময় গিয়ে ভোট দিয়ে আসতে অনুরোধ করছি সবাইকেই।আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার উন্নয়ন বাংলার চারিদিকে ছড়িয়ে দিয়েছেন চারিদিকে তৃণমূল কংগ্রেসের জয়জ।য়কার তাই এবারে আমাদেরও শিলিগুড়ি জীতে মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে দিতে হবে।আমরা নিজেরা আশাবাদী এবারে শিলিগুড়িতে পুরবোর্ড আমাদের হবে।এদিন রঞ্জন সরকার ওয়ার্ডের প্রতিটি দোকানে গিয়ে মানুষের সাথে দেখা করেন।তিনি বলেন এই দোকানগুলোর মালিকেরাও এই ওয়ার্ডের ভোটার তাই দোকানেই দেখা করলাম,বাড়িতেও যাব আমি জানালেন আশাবাদী রঞ্জন সরকার।