|
---|
নিজস্ব সংবাদদাতা: বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ শিলিগুড়ির একটি প্রতিবন্ধী ইষ্কুলে গিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শিলিগুড়ির সুভাষপল্লীতে এই প্রতিবন্ধী ইষ্কুলে গিয়ে তাদের সাথে পরিচিত হলেন বিধায়ক এবং তাদের সাথে অনেকক্ষন সময় কাটালেন তিনি। বিধায়ক প্রত্যেক প্রতিবন্ধী ইষ্কুল পড়ুয়াদের হাতে পড়াশোনার সরঞ্জাম ছাড়াও তুলে দিলেন খাবার এবং টিফিন। বিধায়কের সাথে সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপী কাউন্সিলারেরাও। পরে নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপ সোসাইটির উদ্যোগে একটি ছোট অনুষ্ঠানেও অংশ নেন বিধায়ক।তিনি জানান এই সব শিশুদের পাশে তিনি আগেও ছিলেন এখনো থাকবেন। তিনি আরো জানান আমি এই সব সংস্থার সাথে সারা বছর ধরেই যোগাযোগ রাখি।এবং নিজের সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করি। তাই আজকের দিনটিতেও তিনি ওদের পাশে আছেন এবং থাকবেন বলে জানান। বিধায়ক পরে নিজেই প্রত্যেক বাচ্চার সাথে আলাদা আলাদাভাবে পরিচিত হন এবং তাদের নাম এবং ইষ্কুলের নাম জিঞ্জাসা করেন। বিধায়ক জানান আমি আমার সাধ্যমত চেষ্টা করব। দেখা যাক ভবিষ্যতে কি করতে পারি ওদের জন্য। এদিন বিধায়ক জানান আমি চেষ্টা করছি ওদের জন্য সাধ্যমত সাহায্য করার। তাই আমি ওদের জন্য সব সময় সাহায্য করতে চেষ্টা করব।