শিলিগুড়িতে এখন বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চরম পর্যায়ে পৌছে গেছে

নিজস্ব সংবাদদাতা:  শিলিগুড়িতে এখন বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চরম পর্যায়ে পৌছে গেছে।শিলিগুড়ির মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষন অনেকদিন থেকেই।কেউ ব্রাজিলের সমর্থক,কেউ জার্মানী অথবা কেউ আর্জেন্টিনার সমর্থক। যে যার পছন্দমত সমর্থন করেন তাদের দলকে।তবে এই ব্যাপারে সবাইকে ছাপিয়ে গেছে আর্জেন্টিনা।তাদের সমর্থক শিলিগুড়িতে সবচাইতে বেশী,এটা সমিক্ষা করে দেখেছেন অনেক ক্রীড়াপ্রিয় মানুষ।কারন হিসেবে অনেকেই তুলে ধরেছেন ফুটবলের ভগবান দিয়াগো মারাদোনার কথা। মারাদোনাকে ভালোবাসেন না এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই।তার জন্যই অনেকেই মনে প্রানে আর্জেন্টিনার সমর্থক। শিলিগুড়ির তেরো নং ওয়ার্ড কাউন্সিলার মানিক দে নিজেও আর্জেন্টিনার পাগল সমর্থক।তিনি জানালেন আমি ছোটবেলার থেকেই আর্জেন্টিনা এবং মারাদোনার একেবারে অন্ধ ভক্ত। আর্জেন্টিনার খেলা আমি কোনদিনও মিস করি না।এবারও করছি না। তাই বিশ্বকাপের খেলা চলছে।আর আমাদের প্রিয় দল আর্জেন্টিনা এবারে দ্বিতীয় রাউন্ডে পৌছে গেছে।আমাদের বিশ্বাস আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে খেলবে এবং চাম্পিয়ান হবে।তাই আমাদের ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি এবং অন্যান্য সমর্থক যারা আর্জেন্টিনার ভক্ত তাদের নিয়ে আর্জেন্টিনার সমর্থনে গলা মেলালাম। যদি আর্জেন্টিনা এবারে বিশ্বকাপ জেতে তবে আমরা সবাই বিজয় মিছিল করব আর্জেন্টিনার সমর্থনে জানালেন শিলিগুড়ির তেরো নং ওয়ার্ড কাউন্সিলার এবং বর্তমানে এম এম আই সি মানিক দে।