শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা নির্বাচনের প্রস্তুতি স্বরূপ গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক করেন

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি নির্বাচনের প্রস্তুতি স্বরূপ গতকালই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, “নির্বাচন কমিশনের তরফে যেমন নির্দেশ রয়েছে সেভাবে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে । কুইক রেসপন্স টিম , টহলদারি ভ্যান , স্পেশাল অপারেশন গ্রুপ থাকছে ।”প্রিসাইডিং অফিসার পৃথ্বীশ মজুমদার বলেন , “শিলিগুড়িতে কোনদিনই সেরকম ভোটের সময় সন্ত্রাসের ঘটনা ঘটেনি। এবারও আশা করব সে রকম কিছু ঘটবে না।”ভোট কর্মী আব্দুল মোস্তাফা খান বলেন , ” নিরাপত্তার দিক ঠিকই আছে । শিলিগুড়িতে ভোট মানে শান্তিপূর্ণ । সেদিক থেকে আমরা নিশ্চিন্ত। ” ভোট কর্মী সুদর্শন চক্রবর্তী বলেন, “আমরা আশা রাখব যাতে সমস্ত ভোটদাতা ও ভোটকর্মীরা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে।

    অন্যদিকে পুলিশ সুত্রে খবর , মোট ২২৭২ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যার মধ্যে বাইরের জেলা থেকে ১৫০০ জন পুলিশ নিয়ে আসা হয়েছে। বাকি শহরের ৭৭২ জন পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে। যাদের মধ্যে , ১২ জন ইন্সপেক্টর , ২০০ জন এ এস আই ও এস আই , ৬০ জন মহিলা কন্সটেবল , ৫০০ জন পুরুষ। শিলিগুড়ি থানা এলাকায় ৮০০ , এনজেপি থানা এলাকায় ২০০ , ভক্তিনগর থানা এলাকায় ৩০০ এবং মাটিগাড়া ও প্রধাননগর থানা এলাকায় ২০০ জন করে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। অপরদিকে যে কেন্দ্র গুলোতে ৩ টে বুথ রয়েছে সেই সব কেন্দ্রের ক্ষেত্রে ২ জন সশস্ত্রবাহিনী ও একজন লাঠিধারী পুলিশ থাকবে , যেসব কেন্দ্রে তিনের অধিক বুথ থাকবে সেই ক্ষেত্রে ৪ জন সশস্ত্রবাহিনী ও একজন লাঠিধারী পুলিশ থাকবে।

    শহরে ১৭ শতাংশ স্পর্শকাতর বুথের মধ্যে রয়েছে, ১ , ২ , ১৭ , ২২ , ৪৫ নম্বর ওয়ার্ডে দুটি , ৪, ৫ নম্বর ওয়ার্ডে আটটি , ৯ ও ২৮ নম্বর ওয়ার্ডে ছয়টি , ৬ , ১০ , ১৩ , ১৯ , ২০ , ২১ , ৩১ , ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে একটি করে , ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পাঁচটি করে , ৪৬ নম্বর ওয়ার্ডের ১৪ টি ও ৪০ ও ৪৪ নম্বর ওয়ার্ডে চারটি বুথকে বিপদ্জনক বলে আখ্যা দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরভোটের সময় যাতে কোন গন্ডগোল না ঘটে সেটা নিয়ে আজ একপ্রস্থ আলোচনা করা হবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।