“শিলিগুড়ি আবার সিপিএমের দখলেই থাকবে”: ছয় নম্বর ওয়ার্ডে প্রচারে অশোক ভট্টাচার্য্য

শিলিগুড়ি: শিলিগুড়ি আবার সিপিএমের দখলেই থাকবে।আজ সকালে নিজের ছয় নম্বর ওয়ার্ডে প্রচার করতে গিয়ে ঠিক এমনটাই জানালেন অশোক ভট্টাচার্য্য।

    তিনি জানান মানুষের তৃণমূল এবং বিজেপীকে আর কদিন পরেই সহ্য করতে পারবে না।কারন এরা সামনে শত্রু এবং ভিতরে ভিতরে বন্ধু।নিজেরাই ঠিক করে নিচ্ছে কোথায় কি হবে।দিশাহীন এক নৈরাশ্যমুলক বাজেট পেশ করা হল গতকাল।মানুষের কাজ নেই,হাতে টাকা নেই সেখানে কেন্দ্রীয় সরকার হীরা নিয়ে পড়ে আছে।এখন এল আই সি বিক্রি করবার তাল খুজে বেড়াচ্ছে।অশোক ভট্টাচার্য্য আরো জানান পানশালা খোলা এবং পাঠশালা বন্ধ এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি।আগামী ভবিষ্যত এদের হাত ধরে কিভাবে এগিয়ে যাবে আমি ভাবতেই পারছি না।

    তিনি আরো বলেন শিলিগুড়িতে এবারে সিপিএম আরো বেশী ওয়ার্ড দখল করবে।আমরাই আবার ঘুরে শিলিগুড়িতে ফিরবো।অশোক ভট্টাচার্য্য বলেন সিট না পেয়ে এরা নিজেরাই নিজেদের সাথে লড়াই করছে,তারা কিভাবে সাধারন মানুষের ভালো করবে।আমি নিজে শিলিগুড়ির মানুষের কাছে আবেদন করবো একটাও ভোট তৃণমূল কিংবা বিজেপীকে দেবেন না যদি শিলিগুড়িকে সুরক্ষিত রাখতে চান।এদিন অশোক ভট্টাচার্যের সাথে তার হয়ে প্রচারে ছিলেন জীবেশ সরকার এবং নুরুল ইসলাম।