|
---|
‘করোনা মোকাবিলায় অসহায় দের পাশে এস আই ও কাঁথি ব্লক’
নতুন গতি ওয়েব ডেস্ক:
ভারতবর্ষের মানুষ যখন লক ডাউন এর কারণে ঘর বন্দী, এমন অবস্থায় স্টুডেন্ট ইসলামিক অরগানাইজেশন অফ ইন্ডিয়ার কাঁথি শাখার পক্ষ থেকে প্রায় 27 জন কর্মী ত্রাণ সামগ্রী নিয়ে গরীব-দুঃস্থদের বাড়ি পৌঁছোয়, আজ 130 খানা ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় এস আই ও এর কর্মীরা, শ্রীরামপুরের বাসিন্দা গ্রহীতা বাতাসি শীঠ বলেন এস আই এর সাহায্যে তিনি অনেকটাই উপকৃত হয়েছেন, এস আই ও-র জেলা সভাপতি শেখ ওলিদ আলী বলেন রাজ্য সরকারের উচিত ত্রাণসামগ্রী বাড়ানো এবং তা প্রকৃত গরিব মানুষেরা পাচ্ছে কিনা সেটা দেখা, অপরদিকে এস আই ও এর কাঁথি ব্লকের সভাপতি হাবিবুর রহমান জানান বর্তমান পরিস্থিতিতে ধনী ব্যক্তিদের কে এগিয়ে আসতে হবে এই দরিদ্র মানুষদের পাশে,