পতাকা ইন্ডাস্ট্রির সেবা মূলক প্রতিষ্ঠান জি ডি চ্যারিটেবল সোসাইটি এবং আল আলাম মিশনের যৌথ উদ্যোগে জলঙ্গি ব্লকের ভাঙন অধ্যাষিত একালায় খাদ্য সামগ্রী বিতরণ

পতাকা ইন্ডাস্ট্রির সেবা মূলক প্রতিষ্ঠান জি ডি চ্যারিটেবল সোসাইটি এবং আল আলাম মিশনের যৌথ উদ্যোগে জলঙ্গি ব্লকের ভাঙন অধ্যাষিত একালায় খাদ্য সামগ্রী বিতরণ

    নিজস্ব সংবাদদাতা,  নতুন গতি, জলঙ্গি :

    মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামের গরীব মেহেনতী মানুষদের হাতে গত সপ্তাহ থেকেই খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার কাজ শুরু করেছে পতাকা শিল্পগোষ্ঠী ।
    করোনা মহামারির জেরে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাস থেকে রক্ষার একমাত্র পথই হল লকডাউনকে সফল করা। কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া নির্দেশে গোটা দেশ এবং রাজ্যে ২১ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে । এর প্রভাবে সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন গরিব, দুস্থ নিম্নবিত্তরা। এমন অবস্থায় গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন জিডি চ্যারিটেবল সোসাইটি। অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় যেমন আয়লা, লায়লা, বন্যা, বিভিন্ন অগ্নিকান্ডে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছিলেন, তেমনি এবারো গরিব, দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী এবং হ্যান্ড স্যানিটাইজার পৌছে দিলো পতাকা শিল্পগোষ্ঠী পরিচালিত জিডি চ্যারিটেবল সোসাইটি। মঙ্গলবার জি ডি চ্যারিটেবল সোসাইটির সহযোগিতায় এবং রামনগর আল আলাম মিশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী গ্রাম জলঙ্গি ব্লকের বিভিন্ন এলাকা যেমন বামনাবাদ বর্ডার , পোল্লাগাড়ি ভাঙন এলাকা থেকে শুরু করে সীমান্তের ধনিরামপুর, কান্দিপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকার গরীব মানুষদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো৷ বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী তুলে দিলেন আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, বহরমপুর আদালতের বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী, জেলা ইমাম মাওলানা নিজামউদ্দিন বিশ্বাস , মৌলানা হাসিম বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী শাহাজামাল সেখ, শিক্ষক রাজীব সেখ ছাড়াও জলঙ্গি থানার পুলিশ প্রশাসনেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাহবুব মুর্শিদ। আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী বলেন মোস্তাক হোসেনের মতো মানুষ এ বাংলায় আছে বলেই তারই দানে আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিতে পারছি গরীব মানুষদের হাতে। জি ডি চ্যারিটেবল সোসাইটির দেওয়া এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেয়াজ, এবং সাবান। পতাকা ইন্ডাস্ট্রির কর্ণধার শিল্পপতি দানবীর আলহাজ্ব মোস্তাক হোসেন জানিয়েছেন সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব রেখে প্রশাসনের সহযোগিতা নিয়ে বিতরণের কাজ চলছে । মানুষকে বাড়ির মধ্যে রেখেই খাদ্য সামগ্রী এক এক করে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং লকডাউন যতদিন থাকবে, ততদিন এই জি ডি চ্যারিটেবল সোসাইটি যতটা সম্ভব গরীব মানুষদের কাছে খাবার পৌছে দেবে এবং তাদের পাশে দাঁড়াবে ।