শিশুদের ভ্যাকসিন শুরু করলো মুর্শিদাবাদের ধূলিয়ান পৌরসভা

রাজু আনসারী, সুতি : জিরো থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন প্রদান করার লক্ষে বিশেষ কর্মসূচি শুরু করলো মুর্শিদাবাদের ধূলিয়ান পৌরসভা। মিশন ইন্দ্র ধনুস নামে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে প্রতিটা ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে শিশুদের। মূলত যে সমস্ত শিশুদের এখনও পর্যন্ত ভ্যাকসিন প্রদান করা হয়নি তাদেরই ভ্যাকসিন প্রদান এবং শিশুদের সুরক্ষিত করতে ১০০ শতাংশ ভ্যাকসিন নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে ধূলিয়ান পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার আনুষ্ঠানিকভাবে ধূলিয়ানে মিশন ইন্দ্র ধনুস প্রকল্প শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ধূলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুমিত সাহা, হেলথ অফিসার শামীমা হক,
নির্বাহী আধিকারিক আবুল কালাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। প্রথম দিনেই শতাধিক শিশুকে বিভিন্ন রকম ভ্যাকসিন প্রদান করা হয়। মিশন ইন্দ্র ধনুস প্রকল্প চালু করে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে সমস্ত শিশুদের ভ্যাকসিন প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।