|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : আজকে রাত্রে BJP আমাদের দিকে খুব আশা নিয়ে তাকিয়ে থাকবে । News চ্যানেল গুলোও আজ চাতক পাখির মতো চেয়ে আছে । ওরা চায় মুসলিমরা তারাবীহ এর নামাযের জন্য বোকার মতো মাসজিদের মধ্যে জড়ো হয়ে Social Distance ভঙ্গ করুক । আমরা এই ভুল করলেই শুরু হয়ে যাবে আসল খেলা ।পরের দিন সকালেই বলবে মাসজিদে অনেকেই Corona Positive ছিলো । মুসলিমদের জন্য সংক্রমণ আরও 50% বেড়ে গেল । মুসলিমদের জন্যই লকডাউন আর 3rd May যে ওঠানো গেলো না । দেশবাসীকে আরও 21 দিন অপেক্ষা করতে হবে । মুসলিম কোথাও জড়ো হলেই নাকি সঙ্গে সঙ্গেই Corona সংক্রম 50% বেড়ে যায় । তাই আবার সেই তাবলীগী জামাতের Style এ আমাদেরকে দেশদ্রোহী প্রমাণ করা হবে । কারন গোদি মিডিয়া তো রেডি হয়ে আছে ।অর্থাৎ সুন্দর ভাবে ভদ্র ভাষায় পুরো দোষটা আবার সেই মুসলিমদের ঘাড়ে ফেলে দেওয়া হবে ।তাই আপনাদের কাছে অনুরোধ করছি তারাবীহ নামায বাড়িতেই আদায় করুন । আত্মীয় স্বজন ও বন্ধুদের বলুন বাড়িতে তারাবীহ নামায আদায় করতে ।মুসলিম সম্প্রদায়কে নিয়ে সামনের এই একমাসে সরকারের অনেক প্ল্যান আছে । আপনার বুদ্ধিই পারে এদের কৌশলে পরাজিত করতে ।পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে । সরকার এখন Corona Positive এর আসল সংখ্যা লুকিয়ে রাখবে আর কম কম করে বলবে । আর ঈদগাহে ঈদের নামাযের পরেই সরকারের তরফ থেকে সমস্ত News চ্যানেল একসাথে ঘোষণা করবে যে —- দেখুন দেখুন !!! এই অশিক্ষিত মুসলমান সমাজের জন্য আজ গোটা দেশ Corona তে ভরে গেল ।তাই বন্ধুরা মনে মনে প্রস্তুত থাকুন । ঈদের নামাযও হয়তো বাড়িতেই পড়তে হবে ।