|
---|
নিজস্ব সংবাদদাতা, লালগড়, ঝাড়গ্রাম: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় ৮ ই ফেব্রুয়ারি সোমবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত কয়েকটি প্রত্যন্ত গ্রামের কিছু দরিদ্র অসহায় মানুষদের মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়।লালগড় থানার বামাল গ্রামের একটি প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে আয়োজিত একটি শিবিরের মাধ্যমে লালগড় ব্লকের দামুজানা, বহড়া মনি, মেটাল, বামাল ও কদম খন্ডি গ্রামের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা লোধা ও শবর শ্রেণীর মানুষদের হাতে কম্বল, শুকনো খাবার ও ফল তুলে দেওয়া হয়।
এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী বিশওয়ালসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকা বৃন্দ। এই কাজে বিদ্যালয়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজের সম্পাদক উত্তম সর্দার বিশিষ্ট সমাজসেবী ঝর্ণা আচার্য, মেদিনীপুর ছাত্রসমাজের কোষাধক্ষ্য কৌশিক কঁচ। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর উদ্যোগে বিদ্যালয়ের পক্ষ থেকে এই মহতী কাজের জন্য, গ্রামবাসীরা বিদ্যালয় প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন।