পুলওয়ামা শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সমাজকর্মীদের

নতুন গতি প্রতিবেদক : ১৪ ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। অনেক মানুষ আজ এই দিনটিকে নিজেদের মতো পালন করে থাকেন। কিন্তু ভারতবাসীর কাছে এই দিনটি ‘ কালো দিবস ‘ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ গত ২০১৯ সালে এই দিনটিতে পুলওয়ামা কান্ডে আমরা হারিয়েছিলাম ভারতীয় বেশকিছু বীর জওয়ানকে। মাতৃভূমির প্রতি তাদের এই আত্মত্যাগ দেশবাসী কখনো ভুলবে না। তাই এই দিনটিকে স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এগিয়ে এলেন বেশকিছু সমাজকর্মী এবং রক্তযোদ্ধারা। তারা এই ‘ ভালোবাসা দিবস ‘- কে একটু অন্য ভাবে পালন করলেন। ডায়মন্ড হারবারে, পুলওয়ামা কান্ডে শহীদদের উদ্দেশ্যে এই দিনে স্মরণ সভা থেকে শুরু করে ইটভাটা এবং পথ শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে, তাপস চৌধুরী ও বিশিষ্ট সমাজকর্মী মোঃ ওয়াসিম, বিশ্বজিৎ ঘোষ, জুলফিকার গাজী।

    দক্ষিণ ২৪ পরগনা জেলার রক্তদান আন্দোলনের আইকন রক্তযোদ্ধা লাল্টু মিদ্দে বলেন, ক্যালেন্ডারে কোন একটি দিনের মধ্যে ভালোবাসাকে সীমাবদ্ধ রাখা যায় না। কিন্তু যে সকল বীর জওয়ানরা এই দিন দেশের জন্য আত্ম বলিদান দিলেন, তাদের স্মরণ করে আত্মার শান্তি কামনার জন্য স্মরণ সভা থেকে বাচ্চাদের খাওয়ানোর পরিকল্পনা করি। সমাজকর্মীদের এই কর্মকাণ্ড সাধারণ মানুষদের প্রশংসা পায়।