|
---|
সেখ সামসুদ্দিন : ১৪ ফেব্রুয়ারি মেমারি ১ ব্লক কৃষি দপ্তরের আতমা কমিটির পক্ষ থেকে ভিয়েতনাম কৈ মাছের চারা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক কৃষি আধিকারীক দেবশ্রী দত্ত মুদি, আতমা কমিটির চেয়ারম্যান ডাঃ অরিন্দম ঘোষ, এফ ই এ সঙ্গীতা ঘোষ সহ কৃষি দপ্তরের অফিসারবৃন্দ। এদিন ৩০ জন বেনিফিশিয়ারিকে ৬৪০ টি করে কৈ মাছের চারা দেওয়া হয়। সঙ্গে ২ বস্তা খাবার, চুন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জলের পিএইচ টেস্ট পেপার সহ বিভিন্ন দ্রব্য তাদের দেওয়া হয়।